মাগো তোমার আঁচল তলে
শান্তি খুঁজে পাই,
এমন পরশ স্বর্গ ছাড়া
আর যে কোথাও নাই।
কোথায় আছি কেমন আছি
নাও যে তুমি খোঁজ,
দুধ, কলা, ভাত আদর করে
মেখে খাওয়াও রোজ।
কাঁদো তুমি রবের কাছে
আমার অসুখ হলে,
কেঁদে কেঁদে ভাসো তুমি
দুই নয়নের জলে।
আমার হাসি দেখলে তোমার
মনে খুশির ঢেউ,
তোমার মতো নেইকো আপন
এই জগতে কেউ।