বলতে পারো, শব্দধাঁধার উত্তরদাতাদের নাম একদম ছোটো করে এক পাতায় শেষ করলে ভালো হয়। এতে অপর পৃষ্ঠায় একটা গল্প বিশেষ, ছোটো গল্প বা ছড়া কবিতা প্রকাশ করা যাবে।
ইয়াছিন আরাফাত, আইনুল হক মাদ্রাসা, খালিশা চাপানী, নীলফামারী
– এখন যে ভাবে আছে, ঠিকই আছে।
শব্দধাঁধা ও বলতে পারো সরাসরি বা ডাকযোগে পাঠানোর সাথে সাথে ই-মেইলের মাধ্যমে ছবি তুলে পাঠালে আমরা উপকৃত হতাম।
মোহাম্মদ আব্দুল্লাহ আল মাশরুফ, মাতুয়াইল ডেমরা, ঢাকা
– না, ই-মেইলে পাঠানো যাবে না। ওগুলো পাঠানোর জন্য যে নিয়ম আছে, সেটাই অনুসরণ করতে হবে।
কিশোরকণ্ঠের পৃথক সংখ্যাতে লেখা পাঠাতে হলে মেইলের সাবজেক্টের ঘরে কী লেখা লাগবে?
আবদুল্লাহ আল নাসিফ, যাত্রাবাড়ি, ঢাকা।
– লেখার শিরোনাম/ বিষয় লিখলে হবে।
অনেক সময় বলতে পারোর উত্তর অনেক বড়ো হয়ে যায়। যদি এক লাইনে না শেষ করতে পারি তাহলে কী করব?
নাইমুল ইসলাম জিহাদ, বশিকপুর, সদর লক্ষ্মীপুর।
– যথাসম্ভব সংক্ষেপ করব।
আমার পাঠানো লেখা কি নিয়ম মোতাবেক হয়েছে? না হলে নিয়মটা বলেন।
মুজিবুল হাসান আরিফ, ষাইটমারা, শাপলাপুর, মহেশখালী, কক্সবাজার।
– কিশোরকণ্ঠের নিয়মাবলি দেখে নাও।