শরতে শাপলা হাসে উড়ে যায় মেঘ
পাখির পালক ছুঁয়ে নীলের আবেগ
দামাল কিশোর মাতে রোদেলার বিল
ডানা মেলে বা২লিহাঁস জুড়ায় নিখিল
শরৎ সবুজ মাঠে বাতাসের দোল
রুপালি খলসে ভরা পুকুর নিটোল
হাসনাহেনার ঘ্রাণে নেচে ওঠে প্রাণ
সন্ধ্যা গোধূলি ভরে শালিকের গান
শরৎ দুলছে মায়া এলো-কাশবনে
তাল পাকা মৌ ভাসে নরম পবনে
জেলে মাঝি চাষিদের চঞ্চল দিন
আনমনে বালুচর সাদা চিন চিন
শরৎ আলতো মায়া মন ভুলো ভুলো
আকাশে মেঘের রং পেঁজা তুলো তুলো
জোনাকির নিভু আলো তারকার নীড়
শরৎ ফজরে ঝরা শিউলি শিশির।