Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। তাহলেই বেশি খুশি হবো।
আল্লাহ হাফিজ।

তোমাদেরই
পরিচালক ভাইয়া।

আগস্ট, ২০২১ মাসের ছড়া

‘সামনে চলার সাহস রাখো
হোক না সে পথ দূরে
হোক না সে পথ কঠিন কিংবা
বন্ধুর পাহাড়পুরে।’

জুন ২০২১ মাসের ছড়া

‘বিশ্ব মাঝে শীর্ষ তুমি
উচ্চে তোমার শির,
তুমিই হবে জগৎজয়ী
তুমিই হবে বীর।’

তুমিই হবে জ্ঞান প্রদীপ
করবে ভুবন আলো,
অজ্ঞতা সব ঘুচিয়ে দেবে
দূর করে সব কালো।

আসবে কতো কঠিন বাধা
সেটাও করবে জয়,
আল্লাহ যখন সঙ্গে তোমার
কীসের তবে ভয়?

কামরুল ইসলাম খান
দুমকি, পটুয়াখালী

আরো যাদের লেখা ভালো হয়েছে

মঞ্জুর মোর্শেদ রুমন, চকবস্তা, মুন্সীরহাট, ফুলগাজী, ফেনী-৩৯০০; শাকিব হুসাইন, পাকেরহাট, খানসামা, দিনাজপুর-৫২৩১; ঈসরাত জাহান, অষ্টম শ্রেণি, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম; মাহমুদুল হাসান, চরক্লার্ক, সুবর্ণচর, নোয়াখালী; মোহাম্মদ আব্দুল গফুর, পাহাড়তলী, চট্টগ্রাম; নুসরাত আজাদ সুরাইয়া, কক্সবাজার সদর; আবদুল্লাহ মোহাম্মদ তাহিব, চরম্বা, লোহাগাড়া; মুহাম্মাদ জাবির আহম্মেদ জিহাদ, পশ্চিম চিনাডুলী, ইসলামপুর, জামালপুর; তোফাজ্জল হোসেন, সারুলিয়া, ডেমরা, ঢাকা।

SHARE

Leave a Reply