Home ছড়া-কবিতা নজরুল মিশে আছে -আতিক হেলাল

নজরুল মিশে আছে -আতিক হেলাল

নজরুল মিশে আছে
কবিতা ও ছন্দতে
জীবনের বাঁকে-বাঁকে,
আছে ভালো-মন্দতে।

নজরুল মিশে আছে
কথা-সুর, সঙ্গীতে
বিদ্রোহ-বিপ্লবে,
আছে নানা ভঙ্গিতে।

নজরুল মিশে আছে
সুখ কি-বা দুঃখতে,
সমানে-সমানে আছে
কোমলে ও রুক্ষতে।

নজরুল মিশে আছে
সর্বদা, দিনে-রাতে
নজরুল মিশে আছে
রক্তের কণিকাতে।

SHARE

Leave a Reply