Home তোমাদের কবিতা আমার ইচ্ছে করে -সজিবুর রহমান

আমার ইচ্ছে করে -সজিবুর রহমান

ইচ্ছে করে হবো পাখি
উড়ে যাবো নীল আকাশে,
ফুলের সুবাস হবো আমি
মিশে যাবো সব বাতাসে।

ইচ্ছে করে নদী হবো
বয়ে যাবো দূর সাগরে,
ঝরনাধারা হবো আমি
গান গাইতে ঐ পাহাড়ে।

জোছনামাখা চাঁদ যে হবো
আমার আলোয় ভরবে উঠোন,
ঘাসের ডগায় শিশির হবো
আমার ছোঁয়ায় জাগবে মন।

ইচ্ছে করে হবো আমি
বিশাল সবুজ মাঠ,
আমার বুকে খেলবে শিশু
শিখবে মজার পাঠ।

SHARE

Leave a Reply