আকাশে আজ নতুন চন্দ,
মনে জাগে খুশির ছন্দ ।
বাতাসে বেড়ায় বেলির গন্ধ,
দুখের দুয়ার হোক বন্ধ।
সবার বুকে সুখের মানিক,
সবাই যেন খুশির বণিক।
সবার মন খুশিতে গড়া,
আজ যেন এ বসুন্ধরা।
মনে সবার নতুন ছবি,
নতুন দিনের আমরা কবি।
আকাশে আজ নতুন চন্দ,
মনে জাগে খুশির ছন্দ ।
বাতাসে বেড়ায় বেলির গন্ধ,
দুখের দুয়ার হোক বন্ধ।
সবার বুকে সুখের মানিক,
সবাই যেন খুশির বণিক।
সবার মন খুশিতে গড়া,
আজ যেন এ বসুন্ধরা।
মনে সবার নতুন ছবি,
নতুন দিনের আমরা কবি।