Home তোমাদের কবিতা বর্ষার স্মৃতি পি -এম শরিফুল ইসলাম

বর্ষার স্মৃতি পি -এম শরিফুল ইসলাম

দিনভর রিমঝিম বৃষ্টি যে ঝরছে
অতীতের কথাগুলো আজ মনে পড়ছে
বৃষ্টিতে ভিজে কত ছুঁয়াছুঁয়ি খেলতাম
কাগজের নৌকা খাল—স্রোতে ফেলতাম।

খাল থেকে জাল ফেলে ছোটোমাছ ধরতাম
বিলের পানিতে কত ভেলায় যে চড়তাম
কদমের ডাল থেকে লাফিয়ে যে পড়তাম
বৃষ্টিতে পুকুরেতে দাপাদাপি করতাম।

খালপাড় ঝোপ থেকে ডিম কুড়ে পেয়েছি
কুড়ে আনা শাক দিয়ে ঝোল রেঁধে খেয়েছি
পাটকাঠির আড়ালে যে লুকোচুরি খেলতাম
গাছ থেকে আম পেড়ে পানিতে ফেলতাম।

SHARE

Leave a Reply