আজকে যারা নতুন কুঁড়ি
ছোট্ট সোনামণি,
এরাই হলো ভবিষ্যতের
সমাজ গড়ার খনি।
এদের জন্য ভালোবাসা
আদর দিতে হবে,
সেই প্রেরণা সাহস নিয়ে
মানুষ হয়ে রবে।
ছোট থেকেই শাসন করে
তুলতে হবে গড়ে,
কভু যেন ঝরে না যায়
রঙিন মায়ায় পড়ে।
বেশি বেশি ভাবতে হবে
করতে কর্মমুখী,
তবেই এরা শিক্ষা নিয়ে
পারবে হতে সুখী।