আঁধার কেটে আসবে আলো
শান্ত হবে ধরা,
ভরবে বাগান ফুলে ফুলে
টুটবে মনের খরা।
দেখবো জগৎ নতুন করে
করবো কোলাহল,
প্রকৃতিটা সজীব হবে
উড়বে পাখির দল।
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
করবো সবে কাজ,
মনের ভেতর থাকবে না আর
দুঃখ—ব্যথার ভাঁজ।
এই আশাতে বুক বেঁধেছি
আসবে নতুন দিন,
থাকবে না আর পৃথিবীটা
আলো—বাতাসহীন।