মা আমাকে শুধুই বকেন
ভাল্লাগেনা যেন
বাবা আমায় সারাক্ষণই
আদর করেন কেন?
মায়ের আদেশ পড়বে শুধু
খেলতে বেশি বারণ
আদর করে বাবা বলেন
খুঁজবে না সব কারণ।
সবকিছুতে মায়ের যেন
একটু বাড়াবাড়ি,
বাবার সাথে বেশ তো মজার
ভাব জমাতে পারি।
মায়ের চেয়ে যদিও বেশি
আদর করেন বাবা,
তবু যেন মায়ের চোখে
আমি প্রিয় হাবা।