গাঁয়ের গেঁয়ো
শিমন রহমান
অবাক হয়ে চেয়ে দেখি
প্রতি সাঁঝের বেলা,
দোয়েল পাখি নেচে গেয়ে
করে মজার খেলা!
বন্ধু তুমি এসে এবার
দেখে সেথা যেও,
কেন আমি পড়ে আছি
হয়ে গাঁয়ের গেঁয়ো।
প্রিয় বাবা
মুসলিহা তাফহীম
আমার তরে ধরায় যিনি
খেটে মরেন দিবাযামী,
সব কাজেতে তারই ওপর
ভরসা সদা করি আমি।
জীবন পথে চলতে গিয়ে
দিশেহারা আমি যখন,
বাড়ানো তার হাত দুটো যে
সাহস জোগায় আমায় তখন।
নির্ভরতার উৎস পরম
আমার প্রিয় বাবা তিনি,
সফল মানুষ করতে আমায়
স্বপ্ন দেখেন সদা যিনি।
প্রিয় করে নিও তারে
ওগো প্রভু আল্লাহ তায়ালা,
দূর করে দাও তার থেকে সব
কষ্ট এবং দুঃখ-জ্বালা।