Home তোমাদের কবিতা মাটির মানুষ -আবদুল হামিদ

মাটির মানুষ -আবদুল হামিদ

সহজ-সরল লোক,
ফুলপাখিদের সাথে থেকে
চায় সে অমর হোক।
মাটির মানুষ যেমন,
গাছের মত নীরব সবুজ
প্রাণটা তাদের তেমন।
ফুলের মত হাসে,
পাখির মত বেড়ায় এরা
মনের অভিলাষে।
হিংসা ছাড়া মন,
এমন মাটির মানুষগুলো
খুবই প্রয়োজন।

SHARE

Leave a Reply