রাত্রি নামে মায়ার খামে আঁধার নামে ঝুপ
দীঘির বুকে চাঁদের বুড়ি থমকে দাঁড়ায় চুপ।
রাত্রি নামে গ্রামটা জুড়ে নিঝুম গোটা পাড়া
হুলো ঘুমায় গুটিসুটি নেইকো কারো সাড়া।
রাতের পেঁচা নাকটা বোঁচা ডাকে চালতা গাছে
পুকুর মাঝে ঘাঁইটি মারে কাতাল বোয়াল মাছে।
থেকে থেকে ওঠে ডেকে রাত্রি জাগা পাখি
রাতের তারা পাগলপারা মিটিমিটি আঁখি।
শিয়াল ডাকে হুক্কা হুয়া দূরের কোন বনে
হুতুম পেঁচার ভুতুম ডাকে শঙ্কা জাগে মনে।
ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে মিটিমিটি আলো
রূপোর সিকি ঝিকিমিকি দূর হয়ে যায় কালো।
পূবের আলো ফুটি ফুটি আজান আসে ভেসে
ভোরের পাখি কিচির মিচির ডানা মেলে হেসে।
বাগান জুড়ে ভ্রমর ওড়ে মেখে ফুলের রেণু
কিষাণ ছোটে মাঠের দিকে সঙ্গে নিয়ে ধেনু।