টসটসে পাকা আম
থোলোথোলো কালো জাম
কাঁঠালের কোয়া ভরা রস,
লিচু, কলা আমরুল
কামরাঙা, জামরুল
চোখ ঠাসা মিঠে আনারস।
পানিফল, আমড়া
কেটে নিয়ে কামড়া
ঝুড়ি ভরা আছে জলপাই,
জাম্বুরা গোলগাল
শাঁস ভরা কচি তাল
বেদানার দানা খোলা চাই।
ফুটি আছে ভারি মজা
তরমুজ তরতাজা
টসটসে রসে ভরা লিচু,
বৈঁচি ও পাকা গাব
কমলা বা কচি ডাব
পেলে আর চাই নাতো কিছু।