Home ছড়া-কবিতা ভালোবাসার জয় -মোশাররফ হোসেন খান

ভালোবাসার জয় -মোশাররফ হোসেন খান

কেউ তো আমার শত্রু নয়
সবাই আমার মিত্র
আমার বুকে সবার বাস
হৃদয় ভরা চিত্র।

সবার চিত্র রঙিন রেখায়
চিত্তপটে আঁকা
কেউ তো নয় অচিন-পর
কেউ তো নয় বাঁকা।

সকল জনই আপনজন
সকল প্রাণেই আছি
সবার প্রতি ভালোবাসা
ভালোবেসেই বাঁচি।

ভালোবাসার এই যে বাঁধন
অটুট হয়ে যাক
মন-কালিমা মুছে কেবল
চাঁদ-চাঁদিমা থাক।

ভালোবাসার শক্তি অনেক
তুচ্ছ করার নয়
ভালোবাসাই অমর হয়
ভালোবাসার জয়।

SHARE

Leave a Reply