Home ছড়া-কবিতা কবিতা খুকুমণির ঈদ -রাশেদ নাইব খুকুমণির ঈদ -রাশেদ নাইব May, 2021 বছর ঘুরে উঠবে আবার নতুন ঈদের চাঁদ, মনের সুখে খুকুমণি করছে আহ্লাদ। নতুন জামা পরবে গায়ে লাগবে খুশি মনে, খুকুমণি ঈদের মাঠে যাবে বাবার সনে। কিনবে তারা কত কিছু নেইতো খুশির শেষ, ঈদ আনন্দে ছুটছে তারা চলছে তারই রেশ।