Home ছড়া-কবিতা কবিতা আলো -তৈয়বুর রহমান ভূঁইয়া আলো -তৈয়বুর রহমান ভূঁইয়া May, 2021 হাজারো তারায় ভরা রাতের আকাশ, শনশন বয়ে যায় দখিনা বাতাস। মিটিমটি জোনাকিরা দেখতে কী ভালো! জোনাকি ও তারা হতে চেয়ে নিই আলো। তাদের জন্য আমি হই আলোড়িত, মানুষেরা আলো নিয়ে হোক আলোকিত।