শ্রেষ্ঠ মাসের হিসাব খাতা
বন্ধ হলো দেখে
আলসে গোলাম নিজকে লুকোয়
পাপের বোঝা মেখে।
সিজদাতে শেষ রাত্রি কাটে
অশ্রু ভাসা চোখ
বিশ্বাসে যার পূর্ণ জবান
নেইতো তার শোক।
উপোস চাঁদের দিন ফুরালো
একফালি চাঁদ এসে
পুব আকাশে উঠলো সুরুজ
ঈদের হাসি হেসে।
ঈদের আমেজ আনবে জোয়ার
মরা নদীর বুকে
আসমানটা খুলবে দুয়ার
কাঁদবে না কেউ দুখে।