Home ছড়া-কবিতা কবিতা ঈদ মোবারক আস্সালাম সীমান্ত আকরাম

ঈদ মোবারক আস্সালাম সীমান্ত আকরাম

আজ মানুষের ময়দানে ওই
খুশির ইন্তেজাম,
জাগলো প্রাণের গুলবাগিচায়
বেহেশতি কালাম।
ঈদ মোবারক আস্সালাম।

নাই ভেদাভেদ পর ও আপন
প্রাণে প্রাণে প্রেম আলাপন,
হৃদয় হলো ভালোবাসার
রেশমি জরিন খাম-
ঈদ মোবারক আস্সালাম।

ফেরেশতারা বেহেশত হতে
ফুল ছড়ালো পথে পথে।
আরশ পাকের লওহে লেখা
হোক মানুষের নাম-
ঈদ মোবারক আস্সালাম।

SHARE

Leave a Reply