ঈদ এসেছে ভাটির দেশে
নোনা নদীর গাঁয়,
জেলে মৌয়াল বাওয়াল বাড়ি
খুশবু বয়ে যায়।
খুশবুতো নয় এক বাড়িতে
সব বাড়িতে ঈদ,
মহামিলের উৎসবে আজ
ভাঙছে ভেদের নিদ।
সব বাড়িতে এক আয়োজন
যেন একই ঘর,
ঈদের জামা সেমাই পায়েস
পাচ্ছে আপন পর।
সামর্থ্য যার কম আছে তার
দিচ্ছে করে মিল,
খুশির এ দিন করতে সবার
খুলেছে সব খিল।
ভাটির দেশের মানুষ এরা
বিত্ত হলেও কম,
ভালোবাসা বিলিয়ে দিতে
রাখে অনেক দম।