ঢাকা শহর আজব শহর
সবুজ ছায়া ঘেরা
পাখি ডাকে শান্ত সড়ক
বিশ্ব মাঝে সেরা।
নিরিবিলি ফাগুন হাওয়ায়
জ্যামের বহর নাই
ময়লা আবর্জনা মুক্ত
সজীব বাতাস পাই।
সন্ত্রাসী আর গডফাদারে
ভরছে কারাগার
ভালো মানুষ করছে শাসন
পালায় অন্ধকার।
আইন-কানুন ভীষণ কড়া
রোগ-জীবাণু শূন্য
মশা মাছি কেঁদে মরে
সকল ব্যাধি ক্ষুণœ।
সত্যি ঢাকা আজব শহর
স্বপ্ন স্বপ্ন লাগে
খেলার মাঠে শিশু-কিশোর
আনন্দে প্রাণ জাগে।