রোজার শেষে নীল আকাশে
খুললো চাঁদের খিল
আলোর মশাল ছড়িয়ে গিয়ে
করছে যে ঝিলমিল।
চাঁদের বুড়ি গান ধরেছে
ঈদের খুশির ছন্দে
হিজল বনে চৈতি হাওয়ায়
জুঁই চামেলির গন্ধে।
নতুন চাঁদে সবার মনে
বয় যে খুশির বন্যা
নিশিত রাতে হাসছে যেন
রূপসী এক কন্যা।
ঈদের খুশি ভরিয়ে দিল
যেন গোলাপ লাল
সবার মনে এই খুশিটা
থাকুক চিরকাল।