Home ছড়া-কবিতা কবিতা ঈদ এলো ঈদ -কে জি মোস্তফা ঈদ এলো ঈদ -কে জি মোস্তফা May, 2021 বছর ঘুরে এলো আবার ঈদুল ফিতর মানবতার কত শিক্ষা রয়েছে এর ভিতর। কেবা শরিফ কেবা গরিব সব ভেদাভেদ ভুলি সাম্যবাদে জেগে উঠি করি কোলাকুলি। ধনী-গরিব প্রতিবেশী এক পাতে সবাই ঈদের দিনে পেটপুরে ফিরনি-পায়েস খাই।