গুনার প্রদীপ যাক নিভে যাক
আলোর প্রদীপ জ্বলুক,
এই পাপী মন আঁধার মুছে
ন্যায়ের পথে চলুক।
খেল-তামাশা মোহের আশা
জীবন থেকে টুকুক,
মন আকাশের দূর নীলিমায়
আশার রবি উঠুক।
মন বাগানের ঘোর আগাছা
বাগান থেকে ছুটুক,
সুশ্রী হাসি মনকে দিতে
সুবাসী ফুল ফুটুক।
শুদ্ধতায় মন পূর্ণ হতে
সত্য শপথ করুক,
জীবন তরী সুপ্ত হতে
ভালোবাসায় ভরুক।