Home নিয়মিত বলতে পারো বলতে পারো

বলতে পারো

জানুয়ারি ২০২১ সংখ্যার সমাধান
১. মুসলিম শরীফ ২. সূরা আল-হাজ্জ ২৩ নং আয়াত ৩. প্রায় ৬২৮ ৪. ইবনে সিনা
৫. কেশোওয়ারি ৬. কবি কাজী কাদের নওয়াজ ৭. মার্কিন উদ্যোক্তা ও অর্থনীতিবিদ ওয়ারেন বাফেট ৮. আলেক্সান্দর লুকাশেঙ্কো ও রোমান গলোভচেনকো ৯. জোসেলিন বেল কর্নেল ও অ্যম্বনি হিউইশ ১০. ব্যাটসম্যান ব্রায়ান লারা

এপ্রিল ২০২১ সংখ্যার প্রশ্ন

১. “আকাশ ও জমিন তাদের জন্য কাঁদেনি। আর তাদের একটু অবসরও দেওয়া হয়নি।” কোন সূরার কত নং আয়াত?
২. ‘চলে মুসাফির, হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড়’ এই ভ্রমণ কাহিনির রচয়িতা কে?
৩. সব ধরনের খেলা মিলে মোট ১২৭৯ গোল করে কোন ফুটবলার গিনেজ বুকে স্থান করে নিয়েছে?
৪. পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিটেড ওয়েবসাইট কোনটি?
৫. কম্বোডিয়ার রাজধানী, সরকারি ভাষা ও মুদ্রার নাম কী?
৬. গুয়াংজি অঞ্চলে হান বংশীয় চীনা মানুষরা ছাড়াও কতটি বিভিন্ন আদিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করে?
৭. আবু জার! তুমি এমন এক লোক- যার মাঝে জাহেলি যুগের আচরণ রয়েছে! আমি বললাম- এখনো? এই বৃদ্ধ বয়সেও? তিনি বললেন- হ্যাঁ, এই বৃদ্ধ বয়সেও! কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
৮. বাহরাইন কী শব্দ আর এর অর্থ কী?
৯. ‘জীবনে সফল হতে চাইলে শুধু দুটি জিনিস প্রয়োজন। জেদ এবং আত্মবিশ্বাস।’- উক্তিটি কার?
১০. বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ায় দায়িত্ব পালনকারী সবচেয়ে দীর্ঘমেয়াদী নেতা কে এবং তিনি কোন দেশের?
(সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিশোরকণ্ঠ মার্চ ২০২১ সংখ্যায়।)

জানুয়ারি ২০২১ সংখ্যার শব্দধাঁধার সঠিক উত্তরদাতা

রাজশাহী : মো: মনিরুল ইসলাম, রুহুল আমিন, বাঘা; নাজমুশ শাবাব, নাহিদ হাসান, চারঘাট; রাজশাহী। জামালপুর : মো: মনিরুল ইসলাম, মো: জুনায়েদ আল হাবিব, মো: মারিফুল ইসলাম, মোছা: মরিয়ম, জুনাইদ আল হাবিব জিহাদ, মো: সোয়াইব রহমান,আবু বকর সিদ্দিক, মো: তৌহিদুল ইসলাম ইসলামপুর; জামালপুর।
চট্টগ্রাম : হাফেজ তকি উল্লাহ, বাঁশখালী; ফারিহার তাসকিন নাজিরা, চকবাজার; সাবরিনা মমতাজ, হালিশহর; মোঃ মাহমুদুল হাসান, আবদুল্লাহ মোহাম্মদ তাহের, লোহাগড়া; সাদিয়া আক্তার, সীতাকুণ্ড; শান্তা ইসলাম, পতেঙ্গা; মাইনুল হাসান, ফয়সাল মাহমুদ, ইয়াছের নুর মুকিম, আবু হুরাইরা সায়েম, ইয়াসিন আরাফাত মাক্কী, সাতকানিয়া; চট্টগ্রাম।
যশোর : শাহরিয়ার আহমেদ, আরিফ হাসান, কোতোয়ালি; কাকলি আক্তার শোভা, মোছা: রাবেয়া খাতুন, মোছা: সাদিয়া, শার্শা; মো: মোতাহার হোসেন,মনিরামপুর; যশোর।
ফেনী : সালেহা আক্তার, আব্দুল্লাহ সালমান খন্দকার, তালহা জুবায়ের, আব্দুল্লাহ রায়হান আদিল, ছাগলনাইয়া; কামরুল হাসান তামিম, সদর; ফেনী।
চাঁপাইনবাবগঞ্জ: মোসা: শরিফা খাতুন (ইতি), আমেনা খাতুন, তাহেরা খাতুন, নাচোল; চাঁপাইনবাবগঞ্জ।
ঢাকা: তাসনিয়া তাবাসসুম, তাসমিয়া আক্তার, কদমতলী; আদিবা আফরিন, খিলগাঁও; শান্ত বেপারী, কেরানীগঞ্জ; উনাইসা, ধানমন্ডি; জাকারিয়া আল রাফি,মিরপুর; ঢাকা।
মেহেরপুর: মো: ইসমাইল হোসেন ফাহিম, তুহিন রানা, ওমর ফারুক,খালেকুজ্জামান, রাশেদুল ইসলাম, আসিফ ইকবাল, সাব্বির হোসেন, নোমান, আবু শালিক সাজ্জাদ, রিমন, সাইফুল্লাহ, রেদওয়ানুল কবীর, রমজান আলী, খাইরুল বাশার, তামীম রেজা, রফিকুল ইসলাম, গাংনী; মেহেরপুর।
সুনামগঞ্জ: মো: নাঈমুর রহমান, রবিউল ইসলাম,আব্দুল্লাহ,তাহের, ছাতক; সুনামগঞ্জ।
কুষ্টিয়া: মো: নাহিদ হাসান পারভেজ, মো: আনিসুর রহমান, মোছা: মনিমা খাতুন, মো: ইমন হাসান, সাঈদ হাসান, মো: পারভেজ মোশাররফ, ইবি; কুষ্টিয়া।
মৌলভীবাজার: বোরহান উদ্দিন, কমলগঞ্জ; মোস্তাফিজুর রহমান সালমান, কুলাউড়া; মাহমুদ হাসান, কায়েদ আহমদ, সাজেদা জান্নাত উর্মি, বড়লেখা; আব্দুল্লাহ আল মামুন, জুড়ি; ফাহমিদা তালুকদার তাকওয়া, হুমায়ুন রশীদ তালুকদার, তাওহীদুর রহমান খান, আলামিন সম্রাট, আলী আহমদ ইমন, আরমান হোসেন ইমন, রিদওয়ান আহমেদ রাহাত, ওবায়দুর রহমান, শফিকুর রহমান, আব্দুল মমিন, মাহবুবুল আলম লায়েক, সদর; মৌলভীবাজার।
রংপুর: ওবায়দুর রহমান সরোয়ার, বদরগঞ্জ, আসাদুল্লাহ আল গালিব, মিঠাপুকুর; রংপুর।
ভোলা: লামিয়া বেগম, ফারজানা, জাহিদ হাসান, সাবিকুন্নাহার সুমাইয়া, মনপুরা; ভোলা।
সিলেট: সাহেব আহম্মেদ,মুয়াম্মার ইবনে সাইদ, বিশ^নাথ; সিলেট।
নোয়াখালী: রিয়াজ উদ্দিন, রফিকুল ইসলাম ফয়সাল,চাটখিল; আকিব হোসেন, রাবেয়া সুলতানা, সদর; নোয়াখালী।
বগুড়া: আমিনুর রহমান, সদর; আব্দুল্লাহ বিন রায়হান, জাকারিয়া রহমান, রাসেদুল, সাকিব হাসান, মাহবুবুর রহমান, নাঈমুল হাসান, শাহজাহানপুর; ওমর ফারুক, আলী হাসান মুজাহিদ, রাজু আহমেদ, কাহাল;ু বগুড়া।
অন্যান্য জেলাসমুহ: আনিকুর রহমান,সদর; কক্সবাজার; শেখ তারেক কাসেম, টঙ্গি; গাজীপুর; নাইমা আক্তার, শিবপুর; নরসিংদী; আব্দুল্লাহ তামিম, সদর; জয়পুরহাট; আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আগৈলঝাড়া; বরিশাল; নাইমুল ইসলাম জিহাদ, সদর; লক্ষ্ীপুর; মো: নাহিয়ান, সদর; সিলেট; মো: রাসেল, রাজাপুর; ঝালকাঠি;আহসানুল হক সুমন, বিরামপুর; দিনাজপুর; ওমর ফয়সাল, বেলকুচি; সিরাজগঞ্জ; শেখ শিফান আল আবরর,কালিগঞ্জ; সাতক্ষিরা; সাইয়েদ আল কাদের, আহমাদ জুনাইদ,সদর রাজবাড়ী।

জানুয়ারি ২০২১ সংখ্যায় পুরস্কারের জন্য মনোনীত যারা

১. মো: মনিরুল ইসলাম, বাঘা, রাজশাহী।
২. মো: মনিরুল ইসলাম, ইসলামপুর, জামালপুর।
৩. হাফেজ তকি উল্লাহ, বাঁশখালী, চট্টগ্রাম।
৪. মোছা: রাবেয়া খাতুন, শার্শা, যশোর।
৫. তালহা জুবায়ের, ছাগলনাইয়া, ফেনী।

SHARE

Leave a Reply