শিমের লতায় সবুজ পাতায়
কতো স্বপ্ন ভাসে
ফুল পাখি আর প্রজাপতি
নাচে যে উল্লাসে।
রঙিন ফুলে মন হারাতে
যাই যে শিমের বনে
মৌমাছিরা দিচ্ছে দেখা
আমায় ক্ষণে ক্ষণে।
শিশির ফোঁটা ঠাঁই নিয়েছে
সবুজ শিমের মাচায়
মিষ্টি সুবাস মন কেড়ে নেয়
দারুণ স্বপ্ন সাজায়।
ফুলের বনে গুনগুনিয়ে
ভোমরা গান গায়
এমন দিনে ক্ষণে ক্ষণে
মন হারিয়ে যায়।