Home ছড়া-কবিতা বৈশাখের সুখ -হাসান রুহুল বৈশাখের সুখ -হাসান রুহুল April, 2021 বৈশাখের আগমনে হৈ হুল্লোড় চারিদিক পরাণ খুলে বনের পাখি হেসে ওঠে ফিকফিক। সবখানে ছড়িয়ে পড়ে বৈশাখের সুখ মিষ্টি ফলে ভরে ওঠে প্রকৃতির মুখ। রঙ লেগেছে সবখানে আজ বৈশাখের ছায়ায় এমন খুশির ঝিলিক যেন থাকে পরম মায়ায়।