বৈশাখে ঝড় আসে বৈশাখে আম
বৈশাখে ধুপধাপ বৈশাখে ঘাম।
বৈশাখে কালো ঘোড়া বৈশাখে ষাঁড়
ঘর-বাড়ি বাঁশবন করে তোলপাড়।
বাঘ দেখো লাফ দেয় হাঁক দেয় দেও
পশু-পাখি তড়পায় ডর পায় কেউ।
আসমানে চাঁদ হাঁটে চুপচাপ তারা
বৈশাখী তাণ্ডবে যেন দিশেহারা।
বৈশাখে কালো মেঘ বৈশাখে ধলা
বৈশাখে নতুনের শুধু পথ চলা।