Home কুরআন ও হাদিসের আলো কুরআনের আলো যা হারায়, তা হারায় না

যা হারায়, তা হারায় না

একটি সাইকেলের শখ ছিল তার বহুদিনের। লাল রঙের সাইকেল। কিন্তু সাইকেলের রঙ লালই হতে হবে কেন? বাবা জানতে চাইলে মুসআব বলল, সে মূলত ঘোড়সওয়ারির মতো ছুটে চলতে চায় পথে-প্রান্তরে। আর লাল রঙের ঘোড়া তার ভীষণ পছন্দ। তাই সাইকেলটাই লাল রঙের চাই তার!
বাবা হেসে উঠলেন। বললেন, পাগল ছেলে আমার!
পাগল ছেলে? না, বাবা! আমি তোমার সাহসী ছেলে! আমার কী ইচ্ছে হয়, জানো বাবা? ইচ্ছে হয়, ঘোড়া হাঁকিয়ে যুদ্ধে চলে যাই। পরনে যোদ্ধার পোশাক, কোমরে তলোয়ার। আমি তো কল্পনার রাজ্যে খালিদ বিন ওয়ালিদ হয়ে ছুটে বেড়াই। আর ঘোড়ার ক্ষুরের তীব্র আঘাতে আগুন জ্বলে ওঠে মরু-বালুকার কণায় কণায়। হুঙ্কারে কেঁপে ওঠে পাহাড়ের পাটাতন!
বাবা আবারও হাসলেন। তবে ছেলের কথা তার হৃদয়ে ঝড় তুলল! চোখের কোণে অশ্রু নেমে এলো আবেগে। বললেন, চলো- আজই কিনে দেবো তোমার সাইকেল, তোমার কল্পনার লালঘোড়া।
সাইকেল পেয়ে ভীষণ খুশি হলো মুসআব। বাবাকে জড়িয়ে ধরে বলল- জাজাকাল্লাহ বাবা! মুসআবের এ আনন্দ বেশিদিন থাকল না। চুরি হয়ে গেল তার স্বপ্নের সাইকেল। আহা! এর চেয়ে খারাপ খবর আর কী হতে পারে? হাউমাউ করে কেঁদেই ফেলল মুসআব। বাবা বললেন, ভেঙে পড়ার কিছু নেই বাবা।
তোমার তকদিরে এটাই লেখা ছিল। আল্লাহ বলেছেন- “পৃথিবীতে অথবা তোমাদের নিজেদের ওপর যে মুসিবত আসে, তা আমি সংঘটিত করার পূর্বেই লিপিবদ্ধ থাকে। আল্লাহর জন্য তা খুবই সহজ। এটা এ জন্য যে, যা তোমরা হারিয়েছ- তা নিয়ে তোমরা হতাশ না হও এবং যা দিয়েছেন- তার জন্য উৎফুল্ল না হও। আল্লাহ অহঙ্কারী ও অধিক গর্বকারীকে পছন্দ করেন না।” (সূরা আল-হাদিদ : ২২-২৩)
মুসআব বলল, তাহলে এটা আগেই লেখা ছিল? বাবা বললেন, হ্যাঁ। এ জন্যই হতাশ হওয়া যাবে না। একটি গল্প শোনো-
“মহানবী (সা)-এর একটি উট ছিল। তার নাম ছিল ‘গাদবা’। কোনো উটই তার আগে যেতে পারত না। একদিন এক বেদুঈন একটি উটের পিঠে চড়ে গাদবাকে পেছনে ফেলে দেয়। মুসলিমদের জন্য বিষয়টি ছিল বেদনার। তারা বললেন, ‘হে আল্লাহর রাসূল! গাদবা তো পেছনে পড়ে গেল!’ তাদের বেদনাহত মুখ দেখে মহানবী (সা) বললেন- আল্লাহ তায়ালা যদি দুনিয়া থেকে কোনো কিছু তুলে নেন, তাহলে তার জায়গায় অন্য একটি প্রতিস্থাপন করা তার দায়িত্ব!” (বুখারি)।
এ থেকে কী বুঝেছ? যা হারায়, তা হারায় না! অতএব, সবর করতে হবে। এবার মুসআবের মুখে হাসি ফুটল। বলল, ইনশাআল্লাহ বাবা!

SHARE

Leave a Reply