কথার আগে মুচকি হাসি
দেখতে যদি চাও,
শিশুমনের কাছে তুমি
একটু হেঁটে যাও।
ফিক করে সে হাসবে যদি
তার দিকেতে চাও,
হালকা মনের মানুষ হতে
শিক্ষা নিয়ে নাও।
রাখে না সে পুষে মনে
আগের কোন রাগ,
শিশু মানেই সাম্যবাদী
তার মনে নেই ভাগ।
সহজ সরল জীবন তুমি
গড়তে যদি চাও,
শিশুমনের নিবিড় পরশ
গায়ে মেখে নাও।