বিহান বেলায় বুলবুলিরা
আসছে বাড়ির দ্বার,
ছোট্ট সোনা দেখতে যাবে
মনভরা সুখ তার।
মায়ের কাছে বায়না ধরে
দেখবে পাখির দোল,
কেমন করে পাখির ছানা
উঠে মায়ের কোল।
নইলে সোনা ভাত খাবে না
মুখ করেছে ভার,
দেখতে যাবে পাখির বাসা
মানবে না সে হার।
দৌড়ে গেলো পাখির কাছে
এই বুঝি তার সুখ,
মনের মতো বন্ধু পেয়ে
পুলকভরা মুখ।