পশুর রাজ্য
মারুফ আহমেদসিংহ মামা পশুর রাজা
বনের রাজা বাঘ
হরিণ হাতি পিঁপড়া বলে
শহর ছেড়ে ভাগ।
সিংহ মামার মনে ছিলো
ক্ষমতারই লোভ
হরিণ হাতির মনে তাই
লেগেছে যে ক্ষোভ।
বাঘ মামাও রাজ্য পেয়ে
মোদের গিলে খায়
পিঁপড়েগুলো ভয় পেয়েছে
যদি তাদের পায়।
এমনি করে রাজ্যে থাকা
হয়ে গেছে দায়
মনের মাঝে ভয়টা নিয়ে
কদ্দিন বাঁচা যায়?
তাইতো ঘোড়া হরিণ মিলে
রাজ্য ছাড়তে চায়
বাঘ মামা আর সিংহ থেকে
যদি মুক্তি পায়।