Home আইটি কর্নার গুগল সার্চ-এর মোবাইল ভার্সন হবে আরও সহজ -আরিফ ইমদাদ

গুগল সার্চ-এর মোবাইল ভার্সন হবে আরও সহজ -আরিফ ইমদাদ

খোঁজাখুঁজি এক বিরক্তিকর কাজ। তবে এটাকে সহজ করেছে টেক জায়ান্ট গুগল। যেকোনো তথ্য খুঁজতে গুগল সার্চ-এর জুড়ি নেই। মোবাইল ফোনেও এর ব্যবহার অতুলনীয়। সম্প্রতি মোবাইলে ‘সার্চ’ ফলাফলের নকশায় পরিবর্তন নিয়ে আসছে গুগল। গ্রাহকদের আরও উন্নত সার্চ অভিজ্ঞতা দিতে এমন পরিবর্তন। এই পরিবর্তনের ফলে মোবাইলের সার্চ ফলাফল (ফন্ট) আরও বড়ো ও মোটা হবে। এ ছাড়া ব্যবহার করা হবে নিজস্ব কিছু ফন্ট। শুধু কি তাই, পরিবর্তনের পর আগের চেয়ে বেশি জায়গাজুড়ে দেখানো হবে সার্চের ফলাফল।

তাছাড়া গ্রাহকের মনোযোগ ধরে রাখতে রঙেও পরিবর্তন নিয়ে আসছে গুগল। সুনির্দিষ্ট তারিখ না জানালেও গুগল জানিয়েছে খুব দ্রুতই নতুন এই পরিবর্তন নিয়ে আসছে তারা। এই পরিবর্তন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ার আইলিন চেং জানিয়েছেন, আরও সহজ নকশার জন্য তাঁদের এই পদক্ষেপ, যাতে মানুষ যা খুঁজছে তা আরও দ্রুত এবং সহজে পেতে পারে।
পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিটেড ওয়েবসাইট গুগল। ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকাংশই এই ওয়েবসাইটটিতে অন্তত একবার ঘুরে গেছেন। আর গুগলের নানাবিধ সেবার মধ্যে গুগল সার্চ সর্বাধিক ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয়। কিছু দিন পরপরই এর উন্নয়ন করা হয়। সে ধারাবাহিকতায় এবারের উন্নয়ন আরও বেশি জনপ্রিয় এবং ব্যবহার উপযোগী হবে আশা করি।

SHARE

Leave a Reply