এই আছি এই নেই
এইতো জীবন
ছোট থেকে বড় হতে
কতো লাগে ক্ষণ!
শিশুকাল পার হয়ে
কিশোরের সুর,
কিছুকাল পরে ফের
হয় তাও দূর।
হার মানে যৌবনের
তরতাজা প্রাণ,
ছুটে যায় শরীরের
মনকাড়া ঘ্রাণ।
বয়সের ছুটে চলা
নেমে আসে মেঘ!
থেমে যায় সবকিছু
জীবনের বেগ।
অবশেষে চলে যাই
কবরের দেশ!
দুনিয়ার এ জীবন
এখানেই শেষ।