ফজর বেলা গভীর ঘুমে
আজান যখন হয়,
আব্বু বলে আম্মু বলে
আর ঘুমানো নয়।
ঘুমের মাঝে আর থেকো না
এখন ওঠো তবে,
ফজর জামাত শুরু হবে
মসজিদে যাও সবে।
নামাজ যখন পড়ে আমি
ঘরের মাঝে আসি,
আব্বু আম্মু সবাই তখন
একটুকু দেয় হাসি।
ফজর বেলা গভীর ঘুমে
আজান যখন হয়,
আব্বু বলে আম্মু বলে
আর ঘুমানো নয়।
ঘুমের মাঝে আর থেকো না
এখন ওঠো তবে,
ফজর জামাত শুরু হবে
মসজিদে যাও সবে।
নামাজ যখন পড়ে আমি
ঘরের মাঝে আসি,
আব্বু আম্মু সবাই তখন
একটুকু দেয় হাসি।