ট্রেনের চাকা চলছে বেশ
সবুজ পথে বাংলাদেশ
জানলা দিয়ে দেখছি সব
ঝকর ঝক আসছে রব।
গাছরা দেখি চলছে সাথে
পাখ পাখালি গাইছে প্রাতে
ঘাসের পাতা শিশির মাখা
রোদের রঙে বাংলা আঁকা।
মাঠের পরে মাঠ ছাড়িয়ে
নদী খালের ব্রিজ মাড়িয়ে
গতির সাথে বাতাস এসে
পাকা ফসল উঠলো হেসে।
বহু মানুষ প্লাটফর্মে
যাওয়া আসা কাজে কর্মে
কোথাও ফাঁকা কোথাও ভীড়
ছেড়ে যাচ্ছে কেওবা নীড়।
চলছে ট্রেন বিরামহীন
রেল লাইনে রাত্রিদিন
এলাম শেষে কমলাপুর
সবুজ গ্রাম অনেক দূর।