একটা রঙিন সুতোয় বোনা
শাড়ি।
রঙের ছোঁয়ায় ঝিলিক দেয়া
বাড়ি।
একটা প্রভাত হচ্ছে দেখি
রাঙা।
তবু তোমার হৃদয় কেন
ভাঙা!
ঘাসের হৃদয় দেখছি
ছেনে ছেনে।
দুঃখ ঘুচাও কোমল প্রাণে প্রাণে।
সকালটা কি সবুজ দরজা
খোলে?
একটু পরই রোদের ভূগোল
দোলে।
রোদরা বুঝি মিছিল করে
রোজ।
এই রোদেই হোক না প্রীতিভোজ!