কাটছে কেমন? সময় যেমন,
সুর থেকে যায় তাল কেটে
দৌড়ের ওপর কাটছে সবই,
শেভ করি, যায় গাল কেটে।
দিন শুরু হয় আণ্ডা ভেজে,
কাটছি আঙুল ঝাল কেটে
গোসল দ্রুত সারতে গিয়ে
যাচ্ছে গায়ের ছাল কেটে।
জামা-কাপড় পাই না খুঁজে,
গেঞ্জি বানাই শাল কেটে
খাওয়ার সময় পাই না বাসন,
গেলাস বানাই থাল কেটে।
নামলে পথে, যে যার মতো
নেয় পকেটের মাল কেটে
ইচ্ছা করে, মাথায় মারি
পথের গাছের ডাল কেটে।
টিকে থাকাই কঠিন বিষয়
নানান কুটিল ‘চাল’ কেটে
মুক্ত হতে পারবো কি এই
কাটাকাটির জাল কেটে?
এমনিভাবেই যাচ্ছে আমার
আজকে এবং কাল কেটে
এই অভিযোগ দায়ের করে
আনবো কুমির খাল কেটে?