Home ছড়া-কবিতা আঁকরে নতুন ভোর শাহ্‌ নূর

আঁকরে নতুন ভোর শাহ্‌ নূর

আয়রে নবীন আয়রে কিশোর
দেখবি সোনা ভোর
তুইতো জানি নয়তো অলস
খোল-না এবার দোর।

ঈর্ষা হবে সূর্যি মামার
দীপ্তি দেখে তোর
জ্ঞানের দ্যুতি দে ছড়িয়ে
আঁকরে নতুন ভোর।

হাঁক ছেড়ে তুই ডাক দেরে ঐ
কাটুক ঘুমের ঘোর
জেগে উঠে দোরটা খুলে
দেখুক সোনা ভোর।

SHARE

Leave a Reply