গাছে গাছে পাখি ডাকে
মধুর কলরবে,
ময়না টিয়া শালিক কোয়েল
ডাকে আরও সবে।
বাবুই পাখি বাসা বাঁধে
তাল গাছের ওই ঢালে
সেই সে নিদারুণ বাসা দেখে
নাচে হৃদয় তালে।
মিষ্টিসুরে শিস দিয়ে যায়
ওই যে দোয়েল পাখি
কিচিরমিচির ডাকে ভোরে,
খোলে শিশু আঁখি।
কোকিল ডাকে কুহু কুহু
বসন্তেরই কালে
আমার দু’চোখ শীতল হয়ে
ছোটে গাছের ঢালে।
নানান রকম পাখপাখালি
আমার সবুজ দেশে,
পাখির ডাকে মুগ্ধ হৃদয়
শান্ত পরিবেশে।