Home ছড়া-কবিতা রোদ চাই -মুহিব্বুল্লাহ ফুয়াদ

রোদ চাই -মুহিব্বুল্লাহ ফুয়াদ

রিম ঝিমা ঝিম ধুলোর মতো
শজনে গাছের তল
অঝোর ধারায় ঝরছে দারুণ
শিশির ফোটার দল।

ভিজছে উঠোন পথের ধারে
নানান রকম ফুল
ঘাসের মাথায় শিশির দানার
ঝিলিক হুলুস্থুল।

পাখির ঠোঁটে মাখছে আবির
নিচ্ছে পুবে ঠাঁই
কিচির মিচির গাইছে দোয়েল
মিষ্টি রোদ-ই চাই।

SHARE

Leave a Reply