হৃদয় মাঝে ভাষার প্রদীপ
জ্বালিয়েছে ভাষার বীর
তাঁদের প্রতি শ্রদ্ধা আমার
চির উন্নত এই শির।
ভাষা শহীদ ভাষা সৈনিক
সবাই মাথার তাজ
গভীর শ্রদ্ধায় স্মরণ করি
ভাষা পেয়ে আজ।
মায়ের ভাষায় কথা বলে
জুড়াই মনো প্রাণ
ভাষার জন্য জীবন দিয়ে
রাখবো ভাষার মান।
শুদ্ধ ভাষায় সুন্দরভাবে
লিখবো ভাষার ছন্দ
প্রমিত ভাষায় কথা বলে
মিটাবো ভাষার দ্বন্দ্ব।