বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা আমার ভালোবাসা
এই ভাষাতে কথা বলি
ধুলোয় ভরা পথে চলি।
এই ভাষাতে কান্না-হাসা
বাংলা মায়ের মুখের ভাষা।
এই ভাষাতে ফড়িং ওড়ে
সূর্য জাগে নিত্য ভোরে
এই ভাষাতে চন্দ্র ওঠে
কানন জুড়ে পুষ্প ফোটে।
এই ভাষাতে ফসল বোনে
আমার দেশের কৃষাণ-চাষা
বাংলা ভাইয়ের বুকের ভাষা।
এই ভাষাতে ডাহুক ডাকে
ভোরের দোয়েল ছবি আঁকে
লাল পলাশের পাপড়ি দোলে
দখিন হাওয়ায় নৃত্য তোলে।
এই ভাষাতে বাবুই-টিয়া
খড়-কুটোতে বানায় বাসা
বাংলা বোনের চোখের ভাষা।