একুশ আমার মায়ের মুখের
শেখানো প্রথম বুলি
একুশ আমার বর্ণমালায়
বোলানো রঙের তুলি।
একুশ আমার শীতের সকালে
শিশিরে ডোবানো ধান
একুশ আমার বুকের গভীরে
ইচ্ছে নদীর বান।
একুশ আমার বাংলার মুখ
দৃপ্ত অঙ্গীকার
একুশ আমার শেকল ভাঙ্গার
শুদ্ধ অহঙ্কার।
একুশ আমার চেতনার মূল
জনতার সংগ্রাম
একুশ আমার শত বরকত
রফিক, শফিক, সালাম।
একুশ আমার মুক্তি সনদ
স্বাধীনতা, স্বাধিকার
একুশ আমার লাল সবুজে
চিহ্ন এঁকেছি যার।