ভাষার মাসে সূর্য হাসে
রক্তজবা ফুলেল শোভা
দেয় ছড়িয়ে আশপাশে,
সব শহীদের স্মৃতি নিয়ে
আজও ভাষার মাস আসে।
বাংলা ভাষা মনের আশা
রাখলো ধরে প্রাণটি ভরে
আজও আমার মা হাসে,
ভাষার জন্যে জীবন দেয়ায়
বিশ্ব থেকে বাহবা আসে!
সেই সে ভাষা প্রাণ-পিপাসা
মিটায় আজও সবাই সাজো
রণাঙ্গনের মতো ঠিক,
শত্রুরা সব দেখে এসব
ছুটবে তখন দিগি¦দিক।