Home তোমাদের কবিতা নতুন বছর -আব্দুল কাদির জীবন

নতুন বছর -আব্দুল কাদির জীবন

নতুন বছর নতুন বছর
নতুন নতুন দিন
নতুন দিনের আনন্দে হয়
জীবনটা রঙিন।

নতুন বছর নতুন বছর
নতুন নতুন কাজ
নতুন দিনের স্বপ্নে বিভোর
নেই ভেদাভেদ আজ।

নতুন বছর নতুন বছর
নতুন নতুন সাজ
নতুন বছর শপথ নেবো
করবো ভালো কাজ।

নতুন বছর নতুন বছর
সম্মুখেতে যাই
নতুন আশার আলো দিয়ে
জীবনকে সাজাই।

SHARE

Leave a Reply