Home তোমাদের কবিতা সত্য শিখাও -সাইফুল্লাহ শুয়াইব

সত্য শিখাও -সাইফুল্লাহ শুয়াইব

আমরা শিশু নতুন দীপ
শিখবো সত্য আলো,
ভুবন থেকে মুছে দিতে
মিথ্যা আঁধার কালো।

সমাজ ভেঙে গড়বো আবার
জ্ঞানের আলো দিয়ে,
আঁধার কেটে উঠবে অরুণ
নতুন প্রভাত নিয়ে।

শিক্ষা ছাড়া সুখের সমাজ
হয় না সবাই জানি,
নবীন প্রাণের দীপ্ত দাবি
শিখাও সত্য বাণী।

ধরার মাঝে সত্য বাণী
সত্য হয়েই জ্বলে,
ন্যায়ের কথা জানলে পরে
ন্যায়ের কথাই বলে।

SHARE

Leave a Reply