জানুয়ারি ২০২১ সংখ্যার ধাঁধা
পাশাপাশি: ১. ইংরেজি বছরের প্রথম মাস ৩. প্রথম, মূল ৫. স্নেহ, প্রীতি, সোহাগ ৭. নিস্তেজ, বশীভূত ১০. অভিপ্রায়, ইচ্ছা ১১. আলো, রশ্মি, রোদ ১২. শরীরের একটি অঙ্গ।
উপর-নিচ: ১. সজাগ, বিনিদ্র ২. সৌদি আরবের রাজধানী ৪. রাতের বিপরীত ৫. ইসলামের প্রথম খলিফা ৬. রাত্রি, নিশি ৮. সুগন্ধি, পুষ্পসার ৯. নয়ন, আঁখি, চক্ষু।
অক্টোবর ২০২০ সংখ্যার
সঠিক উত্তরদাতা
ঢাকা: আবু আব্দুল্লাহ মতিঝিল, তাসনিয়া সাকী, যাত্রাবাড়ী; তাসমিয়া আক্তার, মোহাম্মদ নাফিস ফুয়াদ, মুগদা; ওমর হাসান খান মজলিশ, স্বপন সাহা, মুন্নি, পল্লবী; শান্ত বেপারী, কেরানীগঞ্জ; ঢাকা।
গাজীপুর: ইমরান হাসান, আবু তাহের, তরিকুল ইসলাম, কালিয়াকৈর; রাকিব হাসান, ফাহিম আল ফাত্তাহ, সাঈদ হাসান, শ্রীপুর; গাজীপুর।
কুড়িগ্রাম: আশরাফুল আলম, আমিনুল ইসলাম, ফুলবাড়ী; নাবিলা সালসাবিল, মহিবুল্লাহ মুয়াজ, সদর; কুড়িগ্রাম।
বগুড়া : মাহবুবুর রহমান, মুক্তার আলী, আব্দুল্লাহ বিন রায়হান, জুয়েল রানা, আহসান হাবীব, আমিনুর রহমান, শাহজাহানপুর; বগুড়া।
ফেনী: আব্দুল্লাহ সালমান খন্দকার, আব্দুল্লাহ রায়হান, আবীর, হাসান আল বান্না, ইয়াসিন আরাফাত সোহাগ, সালেহা আক্তার, সুমাইয়া, ছাগলনাইয়া; ফেনী ।
ভোলা : সাবিকুন নাহার সুমাইয়া, আলিয়া বেগম, ফারজানা বেগম, জাহিদ হাসান, মনপুরা; ভোলা।
চট্টগ্রাম: হাফেজ তাক উল্লা, বাঁশখালী; আবদুল্লাহ মোহাম্মদ তাহের, লোহাগাড়া; রিয়াদ হোসেন, সাকিবুল হাসান, আনোয়ারা; চট্টগ্রাম।
দিনাজপুর : সাজ্জাদ হাসান, সাব্বির আহমেদ, নবাবগঞ্জ; আহসানুল হক সুমন, বিরামপুর; দিনাজপুর।
খুলনা: আবদুল্লাহ আল নোমান, সদর; সিয়াম মোল্লা, ডুমুরিয়া; খুলনা।
কুষ্টিয়া : ইমন শেখ, নাহিদ হাসান পারভেজ, সাঈদ হাসান, ইবি, কুষ্টিয়া।
নোয়াখালী: ইমরান হোসেন, নাজমুল ইসলাম মুজাহিদ, ইয়াসিন আরাফাত, কবিরহাট; নোয়াখালী।
অন্যান্য জেলাসমূহ: মাহবুবুর রহমান সদর; পাবনা; শাহরিয়ার আরাফাত শিমুল, কক্সবাজার; আব্দুল মালেক, তানোর; রাজশাহী; আদিব, সদর; জামালপুর; মোস্তাফিজুর রহমান সালমান, কুলাউড়া; মৌলভীবাজার; রবিউল ইসলাম, মোরেলগঞ্জ; বাগেরহাট; শাওন সরকার সাজিদ, কোতোয়ালি; রংপুর; আতা উল্লাহ, আল মাহমুদ, সদর; জয়পুরহাট।
অক্টোবর ২০২০ সংখ্যা সমাধান
এ মাসে পুরস্কার পেলো যারা
১. আবু আব্দুল্লাহ, মতিঝিল; ঢাকা
২. ইমরান হাসান, কালিয়াকৈর; গাজীপুর
৩. আশরাফুল আলম, ফুলবাড়ী; কুড়িগ্রাম