একটা পাখি মিষ্টি সুরে
শিস দিয়ে যায় রোজ,
ডানা মেলে উড়ে চলে
পেতে বাসার খোঁজ।
মিষ্টি সুরে ডাকে পাখি
করে কলতান,
তার গানেতে আকুলহারা
জুড়াই মনপ্রাণ।
সেই পাখিটির নাম কি জানো
দোয়েল নামে ডাকি
বাংলাদেশের জাতীয় পাখি
রঙ-পেন্সিলে আঁকি।
একটা পাখি মিষ্টি সুরে
শিস দিয়ে যায় রোজ,
ডানা মেলে উড়ে চলে
পেতে বাসার খোঁজ।
মিষ্টি সুরে ডাকে পাখি
করে কলতান,
তার গানেতে আকুলহারা
জুড়াই মনপ্রাণ।
সেই পাখিটির নাম কি জানো
দোয়েল নামে ডাকি
বাংলাদেশের জাতীয় পাখি
রঙ-পেন্সিলে আঁকি।